Finding Round Off Errors using Chopping method with example in Numerical Analysis[ Video Lecture ]
এক্সামে প্রায়ই দেখা যায় Round Off Errors এর উপরে question আসে । তাই সহজ ভাবে Round Off Errors বের করতে এই ভিডিও লেকচার টি follow করা যেতে পারে ।
আমরা যদি 1/3 কে Memory-তে store করতে চাই , তাহলে সম্ভব হবে কি ? উত্তরটা হলো না। এটা সম্ভব নয়। কারন 1/3 = 0.33333333333333333……… যাতে infinite digits আছে। তাহলে কিভাবে Memory-তে store করা হয়? এক্ষেত্রে কিছু digits truncate বা বাদ দেয়া হয়। যেমনঃ- 0.33333333333333333…….. => 0.333333 Approximate value হিসেবে Memory-তে store করা হয়। আর তাই Error হয়। কেননা 1/3 আর 0.333333 Exactly same নয়।
Leave a reply